‘তাঁতশিল্পের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার’
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ২১:৪৫
‘তাঁতশিল্পের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার’
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, তাঁতশিল্পের উন্নয়নে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সকল প্রকার সহায়তা করবে সরকার। এই খাতের প্রশিক্ষণ ইন্সটিটিউটসহ যে সকল সমস্যা রয়েছে সেসব বিষয়ে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে। শনিবার বিকেলে নরসিংদীর মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


ড. এম শাখাওয়াত হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসানে নয় অন্ততঃ নির্ভরশীল হলে চলতে পারে এমন পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। নরসিংদীর মত শিল্প এলাকায় বিদ্যুৎ ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।


এর আগে উপদেষ্টা নরসিংদীর ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিল ও বাংলাদেশ তাঁত বোর্ড এর নিয়ন্ত্রণার্ধীন বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন।


বিবার্তা/কামাল/রোমেল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com