আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় শুরু হওয়ার কথা ছিল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। বড় এই আয়োজনে অংশগ্রহণ করার কথা ছিল ৪০টি দেশের।
কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবানে।
টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে গত জুলাই মাসেই। সেটি জানিয়েছেন কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী, ‘দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে জুলাই মাসের শেষের দিকেই টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়।’
গত জুলাই মাসের মাঝামাঝি সময় শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন রূপ নেয় সহিংস সরকারবিরোধী আন্দোলনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন শত শত ছাত্র–জনতা। দেশে জারি করা হয় কারফিউ। জুলাইয়ের শেষ দিকে সরকারবিরোধী আন্দোলন তীব্র হয়, যার ফলশ্রুতিতে ৫ আগস্ট পতন ঘটে শেষ হাসিনা সরকারের।
একই কারণে এর আগে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়। আগামী অক্টোবরে টুর্নামেন্টটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে উদ্ভূত পরিস্থিতির জন্য টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। এরপর গত ২২ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলও একই কারণে বাংলাদেশ সফর স্থগিত করে।
কমনওয়েলথ কারাতের ভেন্যু সরিয়ে নেওয়ায় বাংলাদেশের পক্ষে এই টুর্নামেন্টে অংশগ্রহণ কিছুটা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন নয়না চৌধুরী, ‘সেপ্টেম্বরে প্রতিযোগিতা সামনে রেখে ফেডারেশন থেকে কিছু বিনিয়োগ করা হয়েছিল। মিরপুর ইনডোর স্টেডিয়ামে নতুন ম্যাট কেনাসহ আরও কিছু খাতে অর্থ ব্যয় হয়েছে। টুর্নামেন্টটি হলে সেই টাকা উঠে আসত ভালোমতোই। কিন্তু এখন টুর্নামেন্ট সরে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়েছি, সে কারণে দক্ষিণ আফ্রিকায় যাওয়া বেশ কঠিন। দক্ষিণ আফ্রিকা যেতে অনেক খরচ।’
এদিকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যা শৈ হ্লা। ভারপ্রাপ্ত সম্পাদক নয়না চৌধুরী জানালেন, ‘চার–পাঁচ দিন আগে তিনি চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান। সেটি পরশু ফেডারেশনের সভায় গৃহীত হয়েছে।’
২০১৯ সালে কাঠমান্ডু এসএ গেমসে কারাতে ইভেন্টে তিনটি সোনার পদক জিতেছিল বাংলাদেশ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]