ভিসা বন্ধের বিষয়ে কিছু জানায়নি আরব আমিরাত: প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ২১:২৫
ভিসা বন্ধের বিষয়ে কিছু জানায়নি আরব আমিরাত: প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে আরব আমিরাতের কয়েকটি সড়কে বিক্ষোভ করার মাধ্যমে প্রবাসীরা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।


তিনি বলেছেন, বাংলাদেশিদের ভিসা বন্ধ করার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শ্রমবাজার বন্ধ হয়েছে কি না এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই।


২৪ জুলাই, বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, দেশে যেভাবে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিদেশেও বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করা হয়েছে। দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।


সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্টদূতের সঙ্গেও কথা বলেছি, তিনিও কিছু জানাননি।


তিনি আরও বলেন, শ্রমবাজার বন্ধ হয়েছে কি না, এ বিষয়ে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দেব। আমি সবাইকে অনুরোধ করব, সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করার জন্য। দেশের উপকার হবে। মানুষের বিভ্রান্তিও কমবে।


সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের বিষয়টি কি ভিত্তিহীন? সাংবাদিকদের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি, চিঠি আসেনি।


জানা গেছে, সম্প্রতি বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা নিয়মবহির্ভূত। ফলে শাস্তি হিসেবে ৫৭ প্রবাসী বাংলাদেশির কারাদণ্ড হয়েছে। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com