
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সাথে সংঘর্ষে ইতোমধ্যেই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশজুড়ে। দফায় দফায় সংঘর্ষে কার্যত অচলাবস্থা দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চলে। এমন পরিস্থিতিতে সড়কের পাশাপাশি বিভিন্ন রেলপথও অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিছিন্ন হয়েছিল।
তবে মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীর রেললাইন থেকে সরে গেলে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে।
সরেজমিন তেজগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, দুপুর দেড়টায় কমলাপুর স্টেশন ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ২টায় তেজগাঁও স্টেশনে আটকা পড়ে। ট্রেনটি ৬ ঘণ্টা পর রাত ৮টার দিকে তেজগাঁও স্টেশন থেকে ছেড়ে যায়।
এছাড়া নির্দিষ্ট সময়ের ৫ ঘণ্টা পর কমলাপুর স্টেশন ছেড়ে যায় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন।
এর আগে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেলগেটে অবরোধ করলে সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কমলাপুর রেলস্টেশনে কোনো ট্রেন ঢুকতে কিংবা বের হতে পারেনি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]