
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ নিন্দা জানিয়েছেন।
১৪ জুলাই, রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই নিন্দা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। রাজনীতিতে আমরা কোনও সহিংসতা চাই না। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সহিংসতা ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা হয়েছে, সেটিতে আমরা উদ্বিগ্ন। আমরা এর নিন্দা জানাই। রাজনীতিতে সহিংসতার কোনও স্থান থাকা উচিত নয় বলে আমরা মনে করি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনি প্রচারাভিযানের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারী। তবে সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। নিহত হয়েছেন সমাবেশে অংশ নেয়া এক সমর্থকও।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]