
চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাসের সঞ্চালন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে। ফলে বিকেল থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
১২ জুলাই, শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা ২০ মিনিটে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ দ্রুততম সময়ে মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে। এতে বিকেল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও গ্যাস গ্রিডের প্রেসারের (বর্তমান ৭০ পিএসআই) সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।
এর আগে, ৯ জুলাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে গ্যাস সঞ্চালন সংস্থা জিটিসিএলকে কিছুই না জানিয়ে তাদের ৪২ ইঞ্চি ব্যাসের একটি পাইপের ওপর চীনা কোম্পানির নিয়োগ করা একটি ঠিকাদার প্রতিষ্ঠান খননকাজ চালাতে গিয়ে সেটি ছিদ্র করে ফেলে। এতে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়।
এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, গত ৪১ ঘণ্টার অক্লান্ত পরিশ্রম শেষে দুর্ঘটনাকবলিত আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইনের মেরামত এবং গ্যাস কমিশনিং আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, এই পাইপলাইন দিয়ে দৈনিক প্রায় ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়। এত বড় পাইপলাইন মেরামতের অভিজ্ঞতা আমাদের টিমের জন্য এবারই প্রথম। চ্যালেঞ্জিং কাজটিকে দ্রুততম সময়ে শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।
প্রতিমন্ত্রী বলেন, গত ৯ জুলাই চট্টগ্রামের কর্ণফুলী টানেল ও কাফকোর মাঝামাঝি জায়গায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ৪২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়, যা আমাদের আমদানিকৃত এলএনজি সরবরাহের মূল লাইন। ফলে তিতাস ও বাখরাবাদের অনেক গ্রাহক গ্যাস স্বল্পতায় পড়েন।
গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নসরুল হামিদ আরও বলেন, আপনাদের অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। আগামীতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সব পাইপলাইনের ম্যাপ রাখার নির্দেশ দিয়ে বলেন, ম্যাপ হাতে থাকলে এ রকম দুর্ঘটনা ঘটবে না। গ্রাহক ভোগান্তি লাঘব করতে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]