
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে তৃতীয় দিনের মতো ঘরে ফেরা মানুষের যাত্রা শুরু হয়েছে। সড়ক ও নৌপথের মতোই ট্রেনেও দেখা গেছে উপচে পড়া ভিড়। তবে এই যাত্রায় শুক্রবার সকালের শুরুতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি নেই বললেই চলে। নির্দিষ্ট সময় মেনেই দূরপাল্লার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছে ট্রেন।
শুক্রবার (১৪ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন দুই জোড়া স্পেশাল ট্রেনসহ মোট ৭২ জোড়া ট্রেন রাজধানী থেকে দূরপাল্লার উদ্দেশ্য ছেড়ে যাবে।
শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন শিডিউল মেনে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ফলে দিনের শুরুতে ছেড়ে যাওয়া ট্রেন-যাত্রীদের নেই কোনো ভোগান্তি।
এদিকে সকাল থেকে নীলসাগর এক্সপ্রেস, তূর্না এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, সুন্দরবন এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন দেখা গেছে।
পূর্বের ঈদযাত্রার মতো এবারও প্ল্যাটফর্মে যেন টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্লাটফর্ম এলাকায় প্রবেশের মুখে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে হচ্ছে।
দেখা গেছে, স্টেশনের প্রবেশদ্বারে র্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোলরুম স্থাপন করেছে। প্লাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) দেখা গেছে যাত্রীদের টিকিট চেক করতে, তবে এনআইডি মিলিয়ে দেখতে দেখা যায়নি এবার। যাদের টিকিট নেই, তারা ১-৬ নাম্বার কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। তারপর যাত্রীরা পরিচ্ছন্ন একটি পরিবেশের মধ্য দিয়ে প্ল্যাটফর্ম হয়ে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠছেন।
নাহিদুজ্জামান নামের এক যাত্রী বলেন, ‘পরিবারের সাথে ঈদ উপভোগ করতে বাড়িতে যাচ্ছি। ভেবেছিলাম স্টেশনে ট্রেন আসতে দেরি করবে। কিন্তু স্টেশনে এসে দেখি নির্দিষ্ট সময়ে ট্রেন চলে এসেছে। এখন যদি নির্দিষ্ট টাইমে ছেড়ে যায়, তাহলে ভোগান্তি ছাড়াই গন্তব্য পৌঁছে যেতে পারব।’
অপর যাত্রী মো. সাফোয়ান বলেন, ‘এভাবে কোনো ভোগান্তি ছাড়া স্টেশনে এসেই ট্রেন পেয়ে যাব, ভাবতে পারেনি। ঈদযাত্রায় আজকের ট্রেন সার্ভিস নিয়ে আমরা সন্তুষ্ট।’
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]