
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ও বৈরী আবহাওয়া কারণে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটের ১০ ফ্লাইট বাতিল করা হয়েছে। দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। একটি ফ্লাইট যাত্রা করলেও আবার ফিরে এসেছে। এছাড়া তিনটি ফ্লাইটের যাত্রীদের ভিন্ন ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ মে) বিষয়গুলো নিশ্চিত করেছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। তিনি জানান, বৈরী আবহাওয়া কারণে ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া রিটার্ন ও শিডিউল বিপর্যয়ের ঘটনাও আছে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইন্সের দিল্লি ও মুম্বাই ফ্লাইট, ইন্ডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট।
আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইনের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুরের ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়।
ঢাকা থেকে চট্টগ্রামগামী নভোএয়ারের একটি ফ্লাইট দুই ঘণ্টা উড়ে অবতরণে ব্যর্থ হয়ে আবার ঢাকায় ফিরে আসে বলেও জানান তিনি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]