চোখ রাঙ্গানোর কাছে মাথানত করার বাংলাদেশ আর নেই: নানক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ২১:৪৮
চোখ রাঙ্গানোর কাছে মাথানত করার বাংলাদেশ আর নেই: নানক
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোন বিশ্ব মোড়লের চোখ রাঙ্গানোর কাছে মাথানত করার বাংলাদেশ আর নেই বলে মন্তব্য করে পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন আন্তর্জাতিক মোড়লদের যাদের বাজারের ওপর আমাদের তৈরি পোশাক শিল্প একসময় নির্ভরশীল ছিল, তাদের সেই চোখ রাঙ্গানো আমরা দেখতে চাই না। বাংলাদেশ আজ সেই জায়গায় নেই। ।


২৩ মে, বৃহস্পতিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিনদিন ব্যাপী পাট বহুমুখী পন্য মেলার উদ্বোধন করে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন সরকার এমপি, আসাদুজ্জামান বাবলু এমপি, নাছিমা জামান ববি এমপি, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুরের ডিসি মোহা. মোবাশ্বের হাসান প্রমুখ।


সাংবাদিকদের সাথে আলাপকালে পাটমন্ত্রী বলেন, এই বাংলাদেশে তৈরি পোশাক শিল্প যেমনি ভাবে বৈদেশিক অর্থ উপার্জনের অন্যতম প্রধান খাত। তেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান হারানো পাট শিল্পকে অন্যতম রফতানি খাতে যুক্ত করার জন্য।


নানক বলেন, পাট ও চামড়া শিল্পকে তিনি রফতানি খাতে আরও বৃদ্ধি করতে চান। কারণ আমাদের দেশের নারী পুরুষ তরুণ যুবক সবাই আজকে পাট পণ্যে মনোনিবেশ করেছে। তারা ছোট ছোট শিল্পের মধ্যে দিয়ে আন্তর্জাতিক বাজারে ঢুকে পড়ছেন। আমরা এরই মধ্যে ৬টি মিল চালু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট দিবসে এটা চালু করেছেন।


আমরা পর্যায়ক্রমে সব চালু করার জন্য তাগিদ দিচ্ছি ইনশাআল্লাহ। এই তাগিদের কারণে দৌড়ে খুলনা গিয়েছি, আবার দিনাজপুর রংপুরে এসেছি। আমরা পরিকল্পনামাফিক রুটিন অনুযায়ী আমরা পাট ও পাট পণ্যের প্রসারে এগিয়ে যাচ্ছি।


পরে তিনি জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসন, পাট অধিদফতর, জেডিপিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর তিনি গঙ্গাচড়ার বেনারশি পল্লী পরিদর্শন করেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com