এমপি আনারের মৃত্যুতে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির শোক
প্রকাশ : ২২ মে ২০২৪, ১৮:২৯
এমপি আনারের মৃত্যুতে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ-৪ এর সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম (আনার) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্যগণ।


২২ মে, বুধবার বিকেলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক শোকবার্তা প্রদান করে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।


শোক বার্তায় বলা হয়, 'অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ঝিনাইদহ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কালিগঞ্জ উপজেলা শাখা মো. আনোয়ারুল আজীম (আনার) এমপি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনপ্রতিনিধি হিসেবে তিনি অত্যন্ত সৎ, দক্ষ ও জনপ্রিয় ছিলেন। সদালাপী এই সহকর্মীকে হারিয়ে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ গভীর ভাবে শোকাহত।'


এসময় ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এমপির রুহের মাগফেরাত কামনা করা হয়।


বিবার্তা/জাহেদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com