
আইজিপি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।
২১ মে, বুধবার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ শেষে একথা বলেন তিনি।
যেকোনো প্রয়োজনে ৯৯৯ এ ফোন করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, হিংসা ভেদাভেদ ভুলে সুন্দর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সকল সদস্যদের সচেষ্ট থাকারও নির্দেশ দেন তিনি।
এছাড়া এমপি আনোয়ারুল আজীম হত্যার বিষয়ে কলকাতা পুলিশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছুই জানায়নি বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। তিনি বলেন, এ বিষয়ে সার্বক্ষণিক কলকাতার সরকার ও নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]