ভোক্তার অধিকারের অভিযানে ৫১ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ২১ মে ২০২৪, ২১:৪৬
ভোক্তার অধিকারের অভিযানে ৫১ প্রতিষ্ঠানকে জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ে জোর দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে অধিদফতরের ২৬টি টিম। এসব অভিযানে ৫১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


২১ মে, মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলায় খুচরা, পাইকারি, আড়ত ও রিফাইনারি পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


ঢাকা মহানগরীতে অধিদফতরের ৫টি টিম বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ২২টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।


অভিযানে সারাদেশে ২৬টি টিম কর্তৃক বাজার তদারকির মাধ্যমে ৫১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।


ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com