
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
১২ মে, রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শনিবার (১১ মে) দেশে প্রত্যাবর্তন করেছেন।
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান রয়্যাল অস্ট্রেলিয়া বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল রবার্ট চিফ ম্যানের আমন্ত্রণে ৬-৯ মে অস্ট্রেলিয়া সফর করেন। সফরকালে বিমানবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত ‘এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২৪’ এ যোগদান করেন।
উল্লেখ্য, সম্মানিত বিমানবাহিনী প্রধান সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ উক্ত সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রবিবার (৫ মে) ঢাকা ত্যাগ করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]