
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
২১ এপ্রিল, রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন পাকিস্তানের হাইকমিশনার।
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে পাকিস্তানের পক্ষ থেকে স্বীকারের বিষয়টিও উত্থাপন করেছি।
মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের হাইকমিশনার বলেন, আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে কথা বলেছি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]