বান্দরবানে যৌথ অভিযান চলছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: কাদের
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১৪:১২
বান্দরবানে যৌথ অভিযান চলছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের ঘটনায় থমথমে বান্দরবানের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এগুলো বিক্ষিপ্ত কিছু ঘটনা। এখানে গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই।


৬ এপ্রিল, শনিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সেতুমন্ত্রী বলেন, চীন ও ভারত সীমান্তের কাছে চীন স্টেট নামে একটা স্টেট আছে। ওখানে কেএনএফ এর একটি ঘাঁটি আছে বলে মনে করা হয়। তাদের সঙ্গে আগে আলোচনা হলেও কেন তারা বিদ্রোহ করল তা খতিয়ে দেখা হচ্ছে।


মিজোরামে বম জনগোষ্ঠী থাকার প্রসঙ্গ তুললে সেতুমন্ত্রী বলেন, মিজোরামের সঙ্গে সম্পর্ক আছে ঠিক জানি না। সীমান্ত থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন থেকে মদদ দেওয়া হতে পারে। এখন তদন্ত চলছে। সব সত্যই বেরিয়ে আসবে।


গতবারের মতো এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সড়কে গাড়ি চাপ আছে, তবে যানজট থাকবে না।


আজ একইসঙ্গে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজার সকল লেনে ইলেকট্রনিক টোল কালেকশন-ইটিসি কার্যক্রম চালুসহ মেঘনা সেতু টোল প্লাজা-২ এর উদ্বোধন করেন সেতুমন্ত্রী।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com