আইপিইউ সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন স্পিকার
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১১:১৫
আইপিইউ সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন স্পিকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১৪৮তম এ সম্মেলন অনুষ্ঠিত হবে।


বুধবার (২০ মার্চ) দিনগত রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।


সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি ঢাকা ত্যাগ করেছেন।


এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।


সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার, সংসদীয় প্রতিনিধি দল ও তার সফরসঙ্গীরা আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com