নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখতে সরকার সচেষ্ট : পলক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১৩:৩৮
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখতে সরকার সচেষ্ট : পলক
সিংড়া (নাটোর) সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমাদের বন্ধুরাষ্ট্র সৌদি আরবের বাদশাহর উপহার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, এবং তেল-লবণসহ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি।


বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের মানুষ এবং সরকারকে দায়ী না হয়েও ভুক্তভোগী হতে হচ্ছে। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে এবার রমজানে ইফতার পার্টি না করে, সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখতে সরকার সচেষ্ট রয়েছে। মাঠ প্রশাসন ও সরকার কাজ করছে।


পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি আরবের বাদশাহ-এঁর পক্ষ হতে প্রাপ্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুব লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন প্রমুখ।


পলক এমপি আরো বলেন, আমাদের সিংড়ার ২০৩৩ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছেন।


সারা বাংলাদেশের ১ কোটি ৩০ লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টিসিবি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে প্রদান করছেন।


মহান আল্লাহতাআলা আমাদেরকে এই সংকট কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এবং এই রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদেরকে প্রকৃত ইমানদার মুসলমান হিসেবে গড়ে তুলতে পারি।


বিবার্তা/রাজু/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com