
জাপান থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল মোংলা বন্দরে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে আসা এ জাহাজটি।
বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে আসা জাহাজটি বন্দরের ৭ নং জেটিতে ভিড়েছে ৷
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্টের অপারেশন ম্যানেজার মাহাবুব আলম হিরো জানান, জাপানের কোবে বন্দর থেকে ৯৭ প্যাকেজের প্রায় ৫৭৮ মেট্রিক টন মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজটি। এরপর আজ (বুধবার) দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল।
আমদানি করা মেশিনারি পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর বন্দর জেটি থেকে নৌ ও সড়ক পথে নেওয়া শুরু হবে দিয়া বাড়ি মেট্রোরেল প্রকল্প এলাকায়।
বিবার্তা/জাহিদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]