
গাজায় ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে, একইভাবে বাংলাদেশে বিএনপি আজরাইলের ভূমিকায় আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ মার্চ, মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজ শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাদের রাজবন্দি দাবি অযৌক্তিক উল্লেখ করে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, এরা সন্ত্রাসী অথবা জঙ্গিবাদী মামলায় জেলখানায় আছে।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রিক ধারায় অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। বিদেশিদের নালিশ করে কোনো লাভ হবে না।
তিনি বলেন, দক্ষ জনশক্তি, সরকার, অর্থনীতি ও সমাজ ব্যবস্থার ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নির্দেশনা দেয়া হয়েছে।
সংসদ নেতা বলেন, বিদেশি ঋণ বা সহযোগিতা নেয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে নিচ্ছে সরকার। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতির কথাও পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান।
সংসদ নেতা বলেন, যখনই সুযোগ পেয়েছে, তখনই তার দল আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করেছে। তাই দেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের ওপর দিয়েছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আসন্ন বাজেটে অতীতের মতোই আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে।
জেনারেল জিয়া ও এরশাদের সময়ে ভোট নিয়ে অনিয়মের চিত্র সংসদে তুলে ধরে শেখ হাসিনা বলেন, সেনা শাসকরা একইসঙ্গে সেনাপ্রধান ও রাষ্ট্রপ্রধানের পদ দখল করেছিলেন।
রাষ্ট্রপতি ভাষণের ওপর প্রায় ৪০ ঘণ্টা আলোচনা করেন সংসদ সদস্যরা। ৩০ জানুয়ারি শুরু হওয়া এই অধিবেশনে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও দুইটি আইন পাস করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও একটি রাজনৈতিক দল ও তার জোট অংশগ্রহণ করেনি। আমরা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। অনেক প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট প্রার্থী ছিল ১ হাজার ৯৭০ জন এবং স্বতন্ত্রপ্রার্থী ৪৭০ জন ছিলেন। এই নির্বাচনে লক্ষণীয় হলো, নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নারী ও প্রথম ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা শপথ গ্রহণ করি ১০ জানুয়ারি। এটা আমাদের জন্য পবিত্র দিন। তিনি বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া জনগণকেও জানাই আন্তরিক ধন্যবাদ।
তিনি বলেন, আগামী পাঁচ বছর মেয়াদে রয়েছে এই সরকার। নির্বাচনের সময়ে যে ওয়াদা দিয়েছি তা পূরণ করব, এটা আমাদের প্রতিজ্ঞা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]