নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে
ঢাকা বার নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ বন্ধ
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭
ঢাকা বার নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠনে দুইদিন ব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ বন্ধ রয়েছে।


২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে ভোট কেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আইনজীবী।


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রুদ্ধদ্বার মিটিংয়ে বসেছেন।


এ ব্যাপারে নীল দলের ট্রেজারার পদপ্রার্থী আব্দুর রশীদ মোল্লা বলেন, দুপুর ১২ টার দিকে কেন্দ্রে এসে দেখি ব্যালট নিয়ে গেছে। এ ঘটনার পর এখন ভোট গ্রহণ বন্ধ রয়েছে।


নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।


বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল এ নির্বাচনে অংশ নিচ্ছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com