জাপান বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চায়
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৬
জাপান বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।


১৯ ফেব্রুয়ারি, সোমবার বাণিজ্য প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানের রাষ্ট্রদূত এই সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ‘হস্তশিল্প’ কে বর্ষপণ্য ঘোষণা করেছেন জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার একটি গ্রাম, একটি পণ্য’ কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও রফতানিযোগ্য পণ্য বাড়াতে কাজ করছে। এ কর্মসূচি সফল করতে জাপানের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা প্রত্যাশা করি।’


জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি এ কর্মসূচিকে সাধুবাদ ও সহযোগিতার আশা প্রকাশ করে জানান, জাপান বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চায়। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান অংশীদার হয়ে কাজ করতে আগ্রহী। আগামী বছর জাপানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড এক্সপো ২০২৫’ আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের আশা করি।


এরপর, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বাংলাদেশ-জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জানান, জাপান বাংলাদেশের উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সকল সহযোগিতার আশা করি।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com