রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৯
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন রমজান মাসে কোনো কুচক্রী মহল যাতে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য ভোক্তা অধিদফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


১৪ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।


ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সবার ক্রয়সীমার মধ্যে রাখতে আমরা কাজ করবো। কেউ যাতে দ্রব্যমূল্য নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য ডিএমপি মোবাইল কোর্ট পরিচালনা করবে।


রমজান শুরুর আগেই পুলিশ এসব কার্যক্রম শুরু করবে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।


ক্র্যাবের সাবেক সভাপতি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com