
পাইকারি বাজারে পেঁয়াজের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। রাজবাড়ীর প্রতিটি বাজারে প্রতি মন পেঁয়াজ ৪ হাজার থেকে ৪হাজার ২শ টাকা দরে বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে।
সরেজমিনে জেলার বহরপুর ও লাড়িবাড়ি বাজারে গিয়ে দেখা যায়, খুব সকাল থেকে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ বাজার নিয়ে আসে। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পেঁয়াজ বিক্রি হয়ে যায়। পরে ব্যবসায়ীরা সেই পেঁয়াজ বস্তাবন্দি করে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।
এদিকে পেঁয়াজের এই উচ্চমূল্যে হতাশা প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। তারা বলছে বাজার মনিটরিংয়ের অভাবেই নিত্ত প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। পেঁয়াজের সাথে তাল মিলিয়ে প্রতিটি দ্রব্যের দাম বেড়েই চলছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে হালি পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমবে না। চাহিদার তুলনায় মুড়িকাটা পেঁয়াজ কম উৎপাদন করে কৃষক। ফলে বাজারের পেঁয়াজের সরবরাহ কম। অন্যদিকে মোকামে পেঁয়াজের চাহিদা বেশি থাকায় দিন দিন দাম বেড়েই চলছে। এইভাবে আরও ১৫/২০ দিন চলতে থাকবে। তারপর বাজারে হালি পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমবে।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]