বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১
বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টঙ্গীর তুরাগ নদীর তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে। শনিবার (১০ই ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর দেশ-বিদেশের লাখো মুসল্লির উদ্দেশ্যে শুরু হয় ইবাদত, বন্দেগি, জিকির-আসকার, ধর্মীয় আলোচনা, আর তাবলীগের বিভিন্ন বিষয়ে ধর্মীয় বয়ান।


বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন তাবলীগ জামায়াতের নেতা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।


টঙ্গীর ইজতেমা ময়দান এর মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের ইজতেমা।


দুদিন ধরে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত রয়েছেন মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আমবয়ান অনুষ্ঠিত হচ্ছে।


শনিবার ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ, বাংলা তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা মোয়াল্লেমদের সঙ্গে কথা বলবেন ভারতের মাওলানা আব্দুল আজিম। জোহরের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ। বাংলা তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ।


আসরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান। বাংলা তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পর যৌতুকবিহীন বিবাহ পড়ানো হবে।


মাগরিবের নামাজের পর বয়ান করবেন ভারতের মুফতি ইয়াকুব। বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।


এছাড়া আগামীকাল রবিবার ফজরের পর বয়ান করবেন ভারতের মুফতি মাকসুদ। বাংলা তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ। বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।


বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, আগামীকাল সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে।


এদিকে, ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। মাঠ ঘিরে আছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনীর ১৫ হাজার সদস্য ময়দানের ভেতরে ও বাইরে কাজ করছে।


এছাড়া, সিসিটিভি ও ওয়াচ টাওয়ার দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের লোকজন সমন্বিতভাবে কাজ করছেন।


২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com