জাতীয়
দিনাজপুরে অবৈধ মজুত বিরোধী অভিযান করেছেন খাদ্যমন্ত্রী
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৪
দিনাজপুরে অবৈধ মজুত বিরোধী অভিযান করেছেন খাদ্যমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরে দিনব্যাপী অবৈধ মজুত বিরোধী অভিযান পরিচালনা করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


৯ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলায় একাধিক অটোরাইস মিলে অভিযান পরিচালনা করেন মন্ত্রী।


সকালে দিনাজপুুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী উচিৎপুর ঈশান ঈমান গ্রুপের ঈশান এগ্রো অটোরাইস মিলে অভিযানে যান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি মিলের ক্রয়-বিক্রয় ও মজুত রেজিস্টার চেক করেন। পরে মিলের গোডাউন পরিদর্শন করেন। সেখান থেকে ফিরে সময় মিলের মালিক ও কর্মকর্তাদের সরকারের নিয়ম মেনে ক্রয়-বিক্রয় করার বিষয়টি অবগত করেন। সেখান থেকে সদর উপজেলার পাঁচবাড়ী হাটে রাইসুল অটোরাইস মিলে অভিযান পরিচালনা করেন মন্ত্রী। তিনি মজুতের পরিমাণ অনুমোদনের কাগজসহ লাইসেন্স চেক করেন।


অভিযানে ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সবাই মিলে চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে। চলমান অভিযান অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, চাল রপ্তানি বন্ধ রয়েছে। প্রয়োজনে বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির নির্দেশনা রয়েছে। অযৌক্তিকভাবে দাম বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মিলগেটে চালের দাম কমেছে। যদি খুচরা বাজারেও দাম বাড়ানো হয় তাহলে অভিযান আরও জোরদার করা হবে।


এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com