বঙ্গবন্ধুর সমাধিতে যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দল
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১৪:১৯
বঙ্গবন্ধুর সমাধিতে যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্যের এক‌টি প্রতি‌নি‌ধি দল।


২৭ জানুয়া‌রি, শ‌নিবার ৫ দি‌নের সফ‌রে ঢাকা এসেছে প্রতি‌নি‌ধি দলটি।


প্রথমবারের মতো কোনো ব্রিটিশ পার্লামেন্ট প্রতি‌নি‌ধি দল টুঙ্গিপাড়া যাচ্ছেন। যুক্তরাজ্যের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমিবিষয়ক মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মা, নিল কোয়েল এবং অ্যান্ড্রু ওয়েস্টার্ন।


এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা জিল্লুর হোসেন ও কানেক্টের সিইও ড. ইভেলিনা বানিয়ালিভা।


শনিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি। সফরকালে বা‌ণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের সঙ্গেও তাদের বৈঠক হবে।


আগামীকাল রবিবার (২৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। বাংলাদেশ সফরকালে তারা রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌নে যা‌বেন। পরে প্রতিনিধি দলটি সি‌লেট ভ্রম‌ণেও যাবে।


সফর শেষে আগামী ৩১ জানুয়ারি তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com