
ভূমি মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারী যদি দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
২১ জানুয়ারি, রবিবার দুপুরে সাভারের সিএনবি এলাকায় ১৩৪ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এসময় আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত সরকার। কেউ দুর্নীতি করলে পার পাবে না। বাংলাদেশে ডিজিটাল জরিপ এখনও চলমান রয়েছে বলেও জানান তিনি।
এসময় ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রজমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ৫১ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৫৬ জন বিসিএস প্রশাসন বাংলাদেশ পুলিশ ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]