
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এরই মধ্যে মাঠ কর্মকর্তাদের যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠিয়েছেন সংস্থাটির সেবা শাখার সহকারী সচিব জাকির মাহমুদ।
এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জানাতে ১৮ জানুয়ারি বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব।
চিঠিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এর সব কর্মকর্তা ও কর্মচারী এবং আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]