
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা সদর ইউনিয়নের সুইচা কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাস ষ্টেশন সংলগ্ন কাশেম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর মাদ্রাসা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ প্রদান করা হয়। প্রদানকৃত শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে খাতা, কলম, পেন্সিল, কাটার, ড্রেস ও পাঞ্জাবী।
এপেক্স ক্লাব অব বান্দরবান’র নেতৃবৃন্দরা শিক্ষার্থীদের হাতে এসব তুলে দেন। এপেক্স বাংলাদেশ’র ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. এ্যাড. মনিরুল ইসলাম পান্না উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশ এর জাতীয় সহ-সভাপতি এপে. নাসিম আহমেদ, পিএনপি এপে. ভুবন লাল ভারতি, এনআইআরডি এপে. সোঙ্কর বড়ুয়া, জাতীয় সেবা পরিচালক এপে. ডা. হিমেল সাহা, ন্যাশনাল ট্রেজারার মোঃ মঈনুল ইসলাম, জেলা গভর্ণর-০৩ এপে. সৈয়দ মিয়া হাসান বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান, আইপিএনএসডি, এপেক্স বাংলাদেশ’র সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইপিডিজি-৩ মোঃ কামাল পাশা,এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন এপেক্স বাংলাদেশ’র জাতীয় নের্তৃবৃন্দ, এপেক্স ক্লাব অব বান্দরবান,নীলাচল,সাঙ্গু,পটিয়া ও লামা’র নের্তৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যম কর্মী, অভিভাবকবৃন্দ প্রমুখ।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]