তাইওয়ান প্রশ্নে ‘এক চীন নীতি’তেই সমর্থন বাংলাদেশের
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ২২:৫৮
তাইওয়ান প্রশ্নে ‘এক চীন নীতি’তেই সমর্থন বাংলাদেশের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাইওয়ান ইস্যুতে এক চীন নীতিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত তাইওয়ানের জাতীয় নির্বাচন বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


১৫ জানুয়ারি, সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেইজে এ বিষয়ে একটি পোস্ট করেছে। সেখানে তাইওয়ান ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা হয়েছে।


মন্ত্রণালয় বলছে, সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ। বাংলাদেশ এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে যেকোনো ধরনের অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানায়। একইসঙ্গে বাংলাদেশ জাতিসংঘ সনদ অনুযায়ী এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার আহ্বান জানায়।


গত শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং-তে জয়ী হয়েছেন। তিনি তাইওয়ানের স্বাধীনতাকামী এবং যুক্তরাষ্ট্রপন্থি নেতা। নতুন প্রশাসনের সঙ্গে চীনের সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com