
সাড়ে সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সড়ে ১০টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানান, রাত থেকেই এ তিন নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ওই নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এতে মাঝপদ্মায় ছোট-বড় ৭টি ফেরি আটকা পড়ে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়। এতে দীর্ঘক্ষণ আটকে থাকা যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]