নতুন মন্ত্রিসভার নতুন মুখ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ২১:৪৮
নতুন মন্ত্রিসভার নতুন মুখ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১জন প্রতিমন্ত্রী রয়েছে।


১০ জানুয়ারি, বুধবার রাতে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।


এবারের মন্ত্রিসভায় পুরোনোদের পাশাপাশি আছে কিছু নতুন মুখ।


এ তালিকায় রয়েছেন-
মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), মোঃ আব্দুর রহমান (ফরিদপুর-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মোঃ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মোঃ জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), সামন্ত লাল সেন, মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪), মোঃ মহিববুর রহমান (পটুয়াখালী-৪), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।


উল্লেখ্য, ১০ জানুয়ারি, বুধবার সকালে শপথ নিয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বুধবার সন্ধ্যার পর বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।


এর আগে, গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com