জুরাইন বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:৩৫
জুরাইন বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। বাড়িটি থেকে এখন পর্যন্ত বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।


র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডকার খন্দকার আল মঈন জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।


তিনি বলেন, ঘিরে রাখা বাড়িটি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোলবোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।


শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জুরাইন রেলগেট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির (রফিকুল ইসলাম আদ দীন হাস্পাতালের পাশে) একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।


র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট। আপাতত র‍্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।


অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com