পাঁচ স্টেডিয়ামে নির্বাচনি কার্যক্রম না চালাতে ইসিকে বাফুফের অনুরোধ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:৫৬
পাঁচ স্টেডিয়ামে নির্বাচনি কার্যক্রম না চালাতে ইসিকে বাফুফের অনুরোধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পাঁচটি ফুটবল স্টেডিয়ামে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুমতি না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে পাঠানো চিঠিতে এ সকল মাঠে নির্বাচনী জনসমাবেশ বা অন্যান্য কার্যক্রম হলে বাংলাদেশের ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।


চিঠিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২২ ডিসেম্বর থেকে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪’ এর খেলা দেশের ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


স্টেডিয়ামগুলো হলো- শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম গোপালগঞ্জ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম মুন্সিগঞ্জ, মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রাজশাহী, রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম ময়মনসিংহ এবং বসুন্ধরা কিংস অ্যারেনা ঢাকা।


এ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে এসব স্টেডিয়াম (কিংস অ্যারেনা ঢাকা ছাড়া) গত ১ আগস্ট থেকে আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।


চিঠিতে আরো জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এর আওতাধীন বিভিন্ন ক্লাব গত ফুটবল মৌসুমে উল্লেখিত স্টেডিয়ামগুলোর মাঠের মান উন্নয়ন ও বিভিন্ন সংস্কার করে ফুটবল খেলার উপযোগী করে গড়ে তুলেছে। এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এর আওতাধীন বিভিন্ন ক্লাব ব্যাপক অর্থ ও শ্রম ব্যয় করেছে। বিগত বছরের ন্যায় এ বছরও বাফুফে ও সংশ্লিষ্ট ক্লাবগুলো কর্তৃক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মাঠের উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।


যা মানসম্পন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবল খেলায় যথার্থ ভূমিকা রাখবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com