সময় ফুরিয়ে যায়নি, এখনো সুযোগ আছে বিএনপিকে প্রধান নির্বাচন কমিশনার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৭:১৬
সময় ফুরিয়ে যায়নি, এখনো সুযোগ আছে বিএনপিকে প্রধান নির্বাচন কমিশনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সময় এখনো ফুরিয়ে যায়নি, আমরা এখনো আশা রাখছি বিএনপি নির্বাচনে আসবে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল ।


২৬ নভেম্বর, রবিবার বিকেল পৌনে ৪টার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে অনানুষ্ঠানিক ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন সিইসি।


বিএনপিসহ সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, বিএনপি আসলে পূনঃতফশিল হতে পারে। তিনি বলেন, মনোনয়নপ্রত্যাশীদের মিছিল, শোডাউনে আচরণবিধি ভঙ্গ হয়নি। কারণ তারা এখনও প্রার্থী হয়নি।


বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিএনপিকে আহ্বান করেছি। একবার নয়, দুবার নয়, বার বার-১০ বার বলেছি। আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি। এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি। এখনো সুযোগ আছে। আমরা সব সময় সংলাপ, সমঝোতার কথা বলছি।


সিইসি বলেন, উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা আমরা বারবার বলেছি। সব দলের সমঝোতা নির্বাচনের পরিবেশ আবারও অনুকূল হয়ে উঠবে। আমরা এখনো আশা করি, বিএনপি হয়তোবা আসতেও পারে।


বিবার্তা/মাসুদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com