ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ কাভার্ডভ্যানে আগুন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৭
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ কাভার্ডভ্যানে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের সালনায় দুটি কাভার্ডভ্যানে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগরীর দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনেন।


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ১০/১২ দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে কাভার্ডভ্যান দুটির গতিরোধ করে এবং পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যান।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।


গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com