‘আশ্রয়ণ প্রকল্পে সাড়ে ৮ লাখ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে’
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১৮:৪৪
‘আশ্রয়ণ প্রকল্পে সাড়ে ৮ লাখ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গত ২৭ বছরে (১৯৯৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত) ৮ লাখ ৪২ হাজার ৭৬৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।


৩০ অক্টোবর, সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।


এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, গত ১৫ বছরে (২০০৯-২০২৩) সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১০ কোটি ৬১ লাখ ১৩ হাজার ৭৬৩ জন।


জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, এ পর্যন্ত এক হাজার ৬২৫ জন প্রবাসীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া ৬ হাজার ৮৮ জন প্রবাসীর ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। তদন্ত পরবর্তী যোগ্য এক হাজার ৭৮২ জনের জাতীয় পরিচয়পত্র প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com