আজ বিজয়া দশমী, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৪৬
আজ বিজয়া দশমী, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। দশমী মানেই দেবীদুর্গার ফিরে যাওয়া, আর ভক্তদের অপেক্ষা আরও একটি বছরের।


এদিন সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে পালিত হচ্ছে দশমীপূজা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী।


মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিতপূজা শুরু। পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে থাকবে বেদনার জল।


এরপর পূজার সব কার্যক্রম শেষে দেবীদুর্গাকে দেওয়া হবে বিসর্জন। রাজধানী ঢাকার অধিকাংশ পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে বুড়িগঙ্গা নদীর বিনাস্মৃতি স্নান ঘাটে। দুপুরের পর থেকে মণ্ডপ থেকে প্রতিমা নামিয়ে আনা হবে সদরঘাটে।


বিসর্জন উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রায়সাহেব বাজার, সদরঘাট, ওয়াইজঘাটে থাকবে কোতোয়ালি থানা পুলিশ।


মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে গত শনিবার শুরু হয় পাঁচ শারদীয় দুর্গোৎসব। দশমীর বিহিতপূজা ও দর্পণ-বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com