২০৩০ সাল নাগাদ ৩৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব: সিপিডি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:৪৭
২০৩০ সাল নাগাদ ৩৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব: সিপিডি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ ৩৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান- সিপিডি।


২০ অক্টোবর, শুক্রবার সকালে রাজধানীর এক হোটেলে জ্বালানি রূপান্তর নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তবে এখনো সরকার নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে না বলে জানান বক্তারা।


২০২১ সালেই নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বব্যাপী ১০ দশমিক ৭ বিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অথচ দেশের বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ জ্বালানি আমদানি নির্ভর। এমন বাস্তবতায় দেশে রূপান্তরিত জ্বালানি ও কর্মসংস্থান নিয়ে সেমিনার আয়োজন করে সিপিডি। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক জানান, কর্মসংস্থান ও পরিবেশের কথা মাথায় রেখে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিতে হবে। সোলার ইরিগেশনসহ এই খাতে ছোট আকারের প্রকল্পে বড় সাফল্য মিলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।


২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে সরকার ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করতে চায় বলে জানান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তবে, সরকারের লক্ষ্যমাত্রার সঙ্গে কর্মকাণ্ডের সমন্বয় না থাকায় দেশে জ্বালানি রূপান্তর সহজ হবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। অনুষ্ঠানে জ্বালানি রূপান্তর শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের তাগিদ দেন বক্তারা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com