এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয়: হাইকোর্ট
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:৩৬
এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয়: হাইকোর্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয়, তাদের কাজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। নাটোরের গুরুদাসপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বরখাস্তের ঘটনায় এমন মন্তব্য করেছেন হাইকোর্টের এক বিচারপতি।


১৮ অক্টোবর, বুধবার হাইকোর্টের তলবে আদালতে হাজির হন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী। তিনি আদালতকে জানান, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে দরিকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন।


পরে আদালত ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেন।


আদালত বলেন, ভুল করলে শুধু এমপি‌ নয়, প্রধানমন্ত্রী কিংবা বিচারপতিদেরও সমালোচনা করা যাবে। এতে কারও মানহানি হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করে ৭ নভেম্বরের মধ্যে আদালতে লিখিত জবাবে তা জানাতে প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন আদালত।


বুধবার বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গেল ২৬ আগস্ট 'জয় বাংলা স্লোগান দেয়ায় স্কুল শিক্ষক বরখাস্ত' শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আদালতের নজরে এনে রিট আবেদন করেন ড. বশির আহমেদ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com