নিরাপত্তার অজুহাতে বন্ধ শাটল ট্রেন, চবি শিক্ষার্থীদের ভোগান্তি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮
নিরাপত্তার অজুহাতে বন্ধ শাটল ট্রেন, চবি শিক্ষার্থীদের ভোগান্তি
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপত্তার অজুহাতে চট্টগ্রাম রেলওয়ে লোকমাস্টাররা এখনও ট্রেন চলাচলে রাজি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।


এদিকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য আটটি বাস রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের দুর্ঘটনার জেরে লোকমাস্টার, গার্ডকে মারধর করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।


নগরীর ষোলশহরের স্টেশন মাস্টার জয়নাল আবেদীন জানান, যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু সমাধান না হবে ততক্ষণ শাটল ট্রেন বন্ধ থাকবে।


এদিকে শাটল না চলায় চট্টগ্রাম নগরী থেকে ক্যাম্পাসে যাতায়াতকারী হাজার হাজার শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। তবে যাদের পরীক্ষা বা জরুরি ক্লাস আছে তাদের জন্য জরুরি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, ‘চবির শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যাদের ক্লাস পরীক্ষা আছে, তাদের জন্য জরুরি ৮টি বাসের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৯টায় বটতলী পুরাতন রেলওয়ে স্টেশন থেকে তিনটি এবং ষোলোশহর স্টেশন থেকে চারটি বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।’


কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে এমন প্রশ্নের জবাবে রোকন উদ্দিন বলেন, ‘এখনো শিউর করে বলা যাচ্ছে না। তবে, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, যত দ্রুত সম্ভব শাটল ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com