দুই মার্কিন কংগ্রেসম্যান ঢাকায় আসছেন শনিবার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:৫০
দুই মার্কিন কংগ্রেসম্যান ঢাকায় আসছেন শনিবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই চার দিনের সফরে শনিবার (১২ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন।


সফরে আসা কংগ্রেসম্যানরা হলেন– দেশটির হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান দলের রিচার্ড ম্যাকরমিক।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তারা মূলত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফরে আসবেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাদের বৈঠক হবে।


কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই মার্কিন কংগ্রেসম্যান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। তারা নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন। এ ছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।


তাদের সফর প্রসঙ্গে গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে দেশটি। তারা এখানে এসে দেখবেন দেশটির অর্থায়ন কীভাবে কাজে লাগানো হচ্ছে। রোহিঙ্গাদের অর্থায়ন নিয়ে চলমান সংকট নিয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, সে বিষয়ে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com