বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ২২:৩৬
বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হবে। তারাই সবকিছু নির্ধারণ করবেন। এছাড়া বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত।


৩আগস্ট, বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচী বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঢাকায় আমাদের একটি হাই কমিশন রয়েছে এবং ভারত ঘনিষ্ঠভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে, কোনো সহিংসতা হবে না।


তিনি আরো বলেন, পুরো বিশ্ব এখানে (বাংলাদেশের নির্বাচন) মন্তব্য করতে পারে কিন্তু ভারত ভারতের মতোই। বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে।


বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা অনেক তৎপর। বিশেষ করে আমেরিকা-ইউরোপের কূটনীতিকরা নির্বাচন ইস্যুতে একাধিক বার্তা প্রকাশ করেছে এবং তারা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। এমন পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রথম বারের মতো মন্তব্য করা হলো।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com