মার্কিনিরা সংঘাত মুক্ত নির্বাচন চায়: পিটার হাস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১৩:১৭
মার্কিনিরা সংঘাত মুক্ত নির্বাচন চায়: পিটার হাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মার্কিনিরা বাংলাদেশে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংঘাত মুক্ত চায় বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।


৩ আগস্ট, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন।


পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে আগ্রহী। বাংলাদেশের জনগণ সরকার বেছে নেওয়ার ক্ষমতা রাখবে এমন নির্বাচনেই যুক্তরাষ্ট্র আগ্রহী।


তিনি বলেন, নির্বাচনে মিডিয়া সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।


নিয়মিত মিটিং এর অংশ হিসেবে সব দলগুলোর মতো আওয়ামী লীগের সাথেও বৈঠক হয়েছে বলে জানান তিনি।



বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com