কক্সবাজারের প্রথম মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১৯:৩৯
কক্সবাজারের প্রথম মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খালেদা জিয়া ইসলাম ধর্মের নামে রাজনীতি করেন কিন্তু ধর্মীয় কাজ করেন না। ধর্মের নামে অগ্নি সন্ত্রাস করে বিএনপি। রবিবার সকালে গণভবন থেকে যুক্ত হয়ে কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।


সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বায়তুল মোকারকম মসজিদের উয়ন্নয়ের কাজ শুরু করে ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারো সেই কাজ সম্পন্ন করে।


এদিকে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলে আবেগে আপ্লুত নারী মুসল্লী জেসমিন আকতার। তিনি জানান, এ অনুভূতি প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আজ যেনো স্বপ্নপুরণ হলো।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে এ নারী মুসল্লী ছাড়াও একজন পুরুষ মুসল্লী কথা বলেন প্রধানমন্ত্রীর সাথে।


এদিকে এই মডেল মসজিদ দেশে নয় বিশ্বে অনুকরণীয় বলে জানান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।


৪৩ শতক জমিতে ১৪ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত জেলা এই প্রথম মডেল মসজিদে ১২শ মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারবে। সেই সঙ্গে মরদেহের গোসল, হজ্ব সংক্রান্ত তথ্য ও অন্যান্য সুবিধা থাকবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, এমনটাই জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।


অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/ফরহাদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com