সোমবার সারাদেশে জনসমাবেশ ঘোষণা করেছে বিএনপি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১৯:৪৫
সোমবার সারাদেশে জনসমাবেশ ঘোষণা করেছে বিএনপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আগামী সোমবার সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


২৯ জুলাই, শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।


বিএনপি মহাসচিব বলেন, আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু ৩১ জুলাই সোমবার সারাদেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি।


তিনি বলেন, আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসাবে পালনের কথা ভেবেছিলাম কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মত একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোন বাধা সৃষ্টি করা হবে না।


সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব-উন-নবী সোহেল, শামা ওবায়েদ, শাম্মী আক্তার, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমই/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com