শনিবার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ২১:২২
শনিবার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। শনিবার (১৫ জুলাই) সকাল ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


১৪ জুলাই, শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


শায়রুল কবির জানান, শনিবার সকাল ৯ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।


বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী অগ্রগামী দল গত ৮ জুলাই ঢাকা এসেছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত তাদের ঢাকা সফরের কথা রয়েছে।


বিবার্তা/এমই/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com