একই দিনে চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের দুই কৃতি ব্যাক্তি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১৬:২৩
একই দিনে চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের দুই কৃতি ব্যাক্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একইদিনে চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কৃতি ব্যাক্তি সংগঠক ও উপস্থাপক আশফাকুর রহমান খান (৮১) এবং শব্দসৈনিক বুলবুল মহলানবীশ (৭০)।


শুক্রবার ভোরে গুলশানের বাসায় মারা যান বুলবুল মহলানবীশ। অন্যদিকে সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান আশফাকুর রহমান খান।


১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্গ্রহণ করেন বুলবুল মহলানবীশ। ১৯৬৯-এ ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন তিনি। ৬৯-এর ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। তিনি একাধারে কবি, লেখক, সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী ছিলেন। মুক্তিযুদ্ধের সময়ে মুক্তির গান গেয়ে যোদ্ধাদের উৎসাহ জোগাতেন তিনি।


বুলবুল মহলানবীশের ভাতিজি অভিনেত্রী জয়িতা মহলানবীশ বলেন, তার সন্তানরা দেশে ফেরার পর রোববার তার শেষকৃত্য সম্পন্ন হতে পারে।


আশফাকুর রহমান খানের ছেলে আরশাদুর রহমান খান বলেন, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আশফাকুর রহমান খান। রাজধানীর ফার্মগেটে বাইতুশ শরফ জামে মসজিদে জুমার নামাজের পর জানাজা শেষে বাবার মরদেহ মুন্সিগঞ্জে প্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com