কোরআন অবমাননা: সুইডিশ দূতকে ডেকে প্রতিবাদ ঢাকার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০১:০০
কোরআন অবমাননা: সুইডিশ দূতকে ডেকে প্রতিবাদ ঢাকার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রবিবার (২ জুলাই) ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকব ইতাতকে তলব করে এ প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


এর আগে বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ান দুই ব্যক্তি। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।


বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাকস্বাধীনতার’ নামে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অন্যায্য উস্কানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।


সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ঘটনাটি কোনোভাবেই সুইডিশ সরকারের মতামতকে প্রতিফলিত করে না।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com