বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা
তলিয়ে যাবে দেশের উপকূলের ১৭.৯৫ শতাংশ এলাকা
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১৬:৩৪
তলিয়ে যাবে দেশের উপকূলের ১৭.৯৫ শতাংশ এলাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সমুদ্রে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই দশকের শেষদিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১২.৩৪ থেকে ১৭.৯৫ শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যাবে বলে জানান পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।


১৮ জুন, রবিবার জাতীয় সংসদে একটি গবেষণার তথ্য তুলে ধরে এ কথা বলেন পরিবেশমন্ত্রী।


এসময় মন্ত্রী বলেন, শুধুমাত্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে বাংলাদেশে ধানের উৎপাদন ৯.১ শতাংশ থেকে কমে গিয়ে ৫.৮ শতাংশ হবে।


পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন আরো বলেন, পরিবেশ অধিদফতরের এক গবেষণায় দেখা গেছে, বিগত ৩০ বছরে বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার বছরে প্রায় ৩.৮ থেকে ৫.৮ মিলিমিটার।


পরিবেশমন্ত্রী আরো বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে অ্যান্টার্কটিকায় বরফ গলে যাওয়ার হার বহুগুণ বেড়ে গেছে। ১৯৯০ এর দশকের তুলনায় এখন দ্রুতগতিতে বিশ্বের বরফ গলছে। তিন দশক আগে যে হারে বরফ গলতো, এখন সেই হার থেকে ৫৭ শতাংশ দ্রুতগতিতে বরফ গলছে।


পরিবেশমন্ত্রী বলেন, নাসার ক্লাইমেট চেঞ্জের গবেষণা বলছে, অ্যান্টার্কটিকায় প্রতি বছর গড়ে ১৫০ বিলিয়ন টন হারে বরফ গলে যাচ্ছে এবং গ্রিনল্যান্ডের বরফ হলে যাচ্ছে ২৭০ বিলিয়ন টন হারে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com